আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের সময় জানালেন রাসেল

Estimated read time 1 min read

ডিসেম্বর,১৪,২০২৩

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ দুই বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টি২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন আন্দ্রে রাসেল। ফিরেই হয়েছেন ম্যাচসেরা। ক্যারিয়ারে কখনোই বাজে ফর্মের কারণে দলের বাইরে ছিলেন না তিনি। মূলত ফ্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি বেশি আকর্ষণ থাকায় জাতীয় দলে অনিয়মিত ছিলেন। এবার ফিরলেও আর খুব আন্তর্জাতিক ক্রিকেট বেশি দিন চালিয়ে না যাওয়ার আভাস দিয়েছেন রাসেল।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নিজের অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বকাপটা আমার কেমন যায়, এর ওপর অবসরের বিষয়টি নির্ভর করছে। এখনও অনেক কিছুই দেওয়ার আছে আমার। তবে কোচের সঙ্গে আমার যে আলোচনা হয়েছে, আমি বলেছি যে বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাব। তবে এরপরও যদি তাদের প্রয়োজন পড়ে আমাকে, তাহলে অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসব।’

আন্দ্রে রাসেল আরও যোগ করেন, ‘এই পরিকল্পনাই আমার আছে আপাতত। এত এত তরুণ প্রতিভা এখন আছে আমাদের, আমার মতোই অনেকে আছে। কখনও কখনও এই উপলব্ধি প্রয়োজন যে সামনেই বয়স হয়ে যাবে ৩৬। তরুণদের তাই সুযোগ দেওয়া প্রয়োজন। তবে এরপরও যদি ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন পড়ে আমাকে, তাদের হয়ে ঘাম ঝরাতে আমি প্রস্তুত থাকব।’

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author