খুলনায় শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

Estimated read time 1 min read

ফেব্রুয়ারী,১৮,২০২৪

খুলনা ব্যুরো প্রধান:

দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় অবরোধ প্রত্যাহারের পর খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ও খুলনা মংলা মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মূলত তাদেরকে আটক করায় অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।

এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন ও খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস প্রদান করেন।এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুইজন শিক্ষার্থীকে মারপিটের প্রতিবাদে খুলনার জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা। 

রবিবার বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এবং খুলনা মোংলা-মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের চারপাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author