গজারিয়ায় ২ দিন ব্যাপী অভিযানে ১৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ

Estimated read time 1 min read


ফেব্রুয়ারী,১১,২০২৪

মুকবুল হোসেন:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিআইডব্লিউটিএ কর্তৃক ফুলদি নদী দখল মুক্ত উচ্ছেদ অভিযানে ১৩৫ ব্যবসা প্রতিষ্ঠান একাধিক শিল্প কারখানার অংশ বিশেষ উচ্ছেদ ও ভাঙচুর করা হয়েছে।
গত বুধবার সকাল দশটা থেকে বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত ২ দিন ব্যাপী নদীর তীর ঘেঁষে উঠা ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার নামে দখল করা স্থায়ী অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ মেঘনা জোন শাখা উপপরিচালক শরীফ ইসলাম জানান নদীর শাসন ও নদী দখলমুক্ত দেশব্যাপী উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে গজারিয়া উপজেলায় দুইদিন ব্যাপী উচ্ছেদ অভিযান কার্যক্রম চলছে। উচ্ছেদ অভিযানে ফুলদী নদীর তীর ঘেঁষে উঠা প্রায় ১৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও একাধিক শিল্প কারখানার অংশবিশেষ ভাঙচুর ও উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান মালিকপক্ষ জানান উচ্ছেদ অভিযান পূর্বে বিআইডব্লিউটিএ কর্তৃক উচ্ছেদ অভিযান এলাকায় মাইকিং করা হয়েছিল। মাইকিং করার পর কিছু ব্যবসা প্রতিষ্ঠান মালিক নিজ উদ্যোগে তাদের নির্মানাধীন দোকানপাট সরিয়ে নেয়। একটি মুদি দোকান এর মালিক তারেক রহমান একাধিক ব্যবসা প্রতিষ্ঠান মালিক জানান বিআইডব্লিউটিএ কর্তৃক স্থাপিত পিলারের বাহিরে নিজ জায়গায় উঠান আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দেয়া হয়েছে। উচ্ছেদ অভিজারে বিআইডব্লিউটিএর উপপরিচালক শরীফ ইসলাম জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মহোদয় জানিয়েছেন এই সকল ব্যবসা প্রতিষ্ঠান সরকারি খাস জায়গায় এবং ব্রিজ সংলগ্ন খালের উপর নির্মিত ছিল।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author