মার্চ,০৭,২০২৪
নিজস্ব প্রতিবেদক
“ঐতিহাসিক ০৭ মার্চ” দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার, নরসিংদী।
আজ বৃহস্পতিবার (০৭ মার্চ ২০২৪) সকাল ০৯:০০ ঘটিকায় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়।
পরবর্তীতে নরসিংদী শিশু একাডেমীতে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন পুলিশ সুপার, নরসিংদী।
এ সময় উপস্থিত ছিলেন ড. বদিউল আলম, জেলা প্রশাসক, নরসিংদী’সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
www.bbcsangbad24.com