জুন,২২,২০২৪
আবু হানিফ রানা:
গত বৃহস্পতিবার (২০ জুন) বিকালে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যলয়ে টঙ্গীবাড়ী উপজেলায় আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে।
এতে হাফিজ আল আসাদ বারেক সভাপতি ও মাঝি মো: বেলায়েত হোসেন লিটনকে সাধারন সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারন সম্পাদক শেখ লুৎফর রহমান ।
মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক কতৃক অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সহ- সভাপতি, মানিক মিয়া বাচ্চু মাঝি, জহির খান, ফিরোজ আল মোজাহিদ স্বপন, শওকত আলী খান মোক্তার, আব্দুর রহিম, ইদ্রীস খান, শহিদ হোসেন ঢালী,
যুগ্ন- সাধারন সম্পাদক, গোলাম রাব্বানী শান্ত, নবীন কুমার রায়, শাহজাহান কাজী সারু,
আইন বিষয়ক সম্পাদক, এড: ফিরুজ খান, দপ্তর সম্পাদক মামুন হালদার, ধর্ম বিষয়ক মামুন ঢালী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান সরদার,
বন ও পরিবেশ সম্পাদক বেলায়েত হোসেন শাহিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, মহিলা বিষয়ে সম্পাদক আকলিমা, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মিলেনুর রহমান, যুব ও ক্রিয়া সম্পাদক মুক্তার খান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক রিপন খান,
কায্যকারী সদস্য শেখ লূৎফর রহমান, ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, আলমাস চোকদার, নাহিম বেপারী, রুবেল মাঝি,মেহেদি হালদার প্রমূখ।
উক্ত কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য রউফ মোল্লা, মোফাজ্জল কমান্ডার, দুলাল হাজ্বী, বাচ্চু বেপারী, বাবু খান, তাহের হালদার, মো: নান্ন্, আমির মাঝি, বাসেদ বেপারী, হুমায়ুন সরদার রতন মাঝি।
www.bbcsangbad24.com