ডিসেম্বর,১১,২০২৩
নিজস্ব প্রতিবেদক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দিনের দুপুর পর্যন্ত ৫৯টি আপিল আবেদনের শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৮ জন। এছাড়া ২৬ জনের প্রার্থিতা বাতিলই থাকছে। আর ৫জনের প্রার্থিতার বিষয়ে কোনও সিদ্ধান্ত দেয়নি ইসি।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানি শুরু হয়। দুপুর ১টায় বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৫৯টি আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
দুপুর পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন- চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, ময়মনসিংহ-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল ওয়াহেদ, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ, মুন্সিগঞ্জ-২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নূরে আলম সিদ্দিক, ঢাকা-১৪ আসনের তৃণমূল বিএনপির মো. নাজমুল ইসলাম, রংপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. সুমনা আক্তার।
এছাড়া ঢাকা-৫ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. নুরুল আমিন, বাগেরহাট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী হাজরা সহিদুল ইসলাম, গাইবান্ধা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. মাছুম আখতার, কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মজিদ, ঢাকা-১৯ আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মো. জুলহাস প্রমুখ।
www.bbcsangbad24.com