ধলেশ্বরী নদীতে সোনার তরী লঞ্চ থেকে নিখোঁজ ইয়াছমিনের সন্ধান চায় স্বজনরা

Estimated read time 1 min read


জানুয়ারী,২২,২০২৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি


গতকাল ২১ জানুয়ারী সন্ধ্যা ৬টার সময় ঢাকা টু চাঁদপুরগামী সোনারতরী -৩ লঞ্চে ঢাকা সদরঘাট থেকে মুন্সীগঞ্জের উদ্দ্যেশে রওনা দেওয়া ব্যক্তি লঞ্চ থেকে নিখোঁজ। নারায়নগঞ্জ ফতুল্লা এলাকাধীন লঞ্চ থেকে নিখোঁজ হয় মুন্সীগঞ্জ সদর উপজেলার নলবুনিয়াকান্দি গ্রামের শাহ আলমের স্ত্রী ইয়াছমিন বেগম (৪৯)। লঞ্চ মুন্সীগঞ্জ ঘাটে ভিড়ার পর সকল যাত্রী নামলেও দেখা মিলেনি ইয়াছমিন বেগমের। ঘাটে অপেক্ষান তার মেয়ে সালমা বেগম নিশ্চিত হন যে তাহার মা নিখোঁজ । আর সেই থেকে বহু খোজা-খোঁজি করেন এবং ফতুল্লা নৌ পুলিশ স্টেশন ও মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনকে অবগত করালে তারা বলেন আমরা নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা অব্যাহত রেখেছি। নিখোঁজ ইয়াছমিনের মেয়ে সালমা বেগম বলেন,লঞ্চ থেকে যাত্রীরা নামার পর মাকে নামতে না দেখতে পেয়ে লঞ্চের ভিতরে গিয়ে মায়ের পায়ের জুতা পেয়েছি। নিখোঁজ ইয়াছমিনের গায়ের রং উজ্জল শ্রামলা,পরনে ছিলো শ্যওলা কালারের বোরকা ও সবুজ রংয়ের হেজাব। নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে নিখোঁজের ভাই ইসমাইল হোসেন

০১৬৩১৩৪৯১২১ নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হইল। এবিষয়ে মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ বলেন,আমরা অভিযোগের ভিত্তিতে নিখোঁজ ব্যক্তির অনুসন্ধানে কাজ করছি।
www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author