মুন্সীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলা,মামলা করায় বাদিকে প্রাণনাশের হুমকি

Estimated read time 1 min read

জুলাই,২৯,২০২৪


নিজস্ব প্রতিবেদক


মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর গ্রামের কানু শেখ বাড়িতে সীমানা নির্ধারনের সময় পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা,বাবা,ছেলেসহ আহত হয় ৩ জন । আর এই ঘটনায় মুন্সীগঞ্জ থানায় মামলা করায় বাদিকে পুনরায় প্রাণনাশের হুমকি।


গত ৭ এপ্রিল ২০২৪ইং তারিখে বিকাল অনুমান সাড়ে ৩টার দিকে সকলের মতামতের খিত্তিতে পৈত্রিক সম্পত্তি ভাগভাটয়ারা ও সীমানা নির্ধারনের কাজে যান মৃত কানু শেখের বড় ছেলে আবুল কালাম শেখ। এসময় সকল ওয়ারিশগন উপস্থিত ছিলেন। সীমানা নিয়ে আবু কালামের সাথে বাকদ্বন্ধ বাধেঁ তার ছোট ভাই আবু সাইদের ছেলে সোহেল আরমান (৩৫) ও সমীর শেখ (২৫)। একপর্যায়ে আবু কালাম শেখ (৬৫) কে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে কিলঘুষি মারে। এসময় স্বামীকে বাঁচাতে আবু কালামের স্ত্রী আকলিমা আক্তার (৪২) এগিয়ে আসলে তাকেও বেদম প্রহার করেন। পরে মা ও বাবাকে মারধরের খবর পেয়ে দ্রæত এগিয়ে আসেন আবু কালামের ছোট ছেলে আসিফ রানা জিতু (২৪)।


এসময় জিতুর উপর গ্রæপ বেঁধে আক্রমন চালায় সোহেল আরমান,সমীর শেখ,আবু সাইদ শেখ ও তার স্ত্রী রাশিদা বেগম। এসময় দেশীয় ধারালো অস্ত্র দ্যা দিয়ে মাথায় কুপ দিলে সে মাটিতে ঢলে পড়ে। পরে আশে পাশের লোকজন এসে তাদের উদ্বার করে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসা নিয়ে আবু কালামের স্ত্রী আহত আকলিমা বেগম (৪২) বাদি হয়ে ৪জনকে আসামী করে মুন্সীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের আলোকে সদর থানার এস আই শহিদুল ইসলাম সরেজমিনে গিয়ে তদন্ত করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাুিহত হলেও প্রশাসনের কোন ভুমিকা না থাকায় আবার আসামীপক্ষ তৎপর হয়ে ওঠে।

বাদিনীকে ফের প্রাণনাশের হুমকি প্রদান করছে। বাদিনী তার নিজ সম্পত্তিতে প্রবেশ করতে পারছেনে সেখানে গেলেই তাকে মারধর করার উদ্যত্ত হয় এবং হুমকি প্রদান করছে। এমতবস্থায় বাদিনী তার পরিবার পরিজনের নিরাপত্তার জন্য মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতের স্বনাপর্ন হয় ভুক্তভোগী আকলিমা বেগম।
www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author