মুন্সীগঞ্জে ট্র্যাফিক বিভাগে কর্তব্যকালীন মৃত্যুবরণকারী কনস্টেবল এর পরিবারের ল্যাম্প গ্রান্ট চেক হস্তান্তর করেন পুলিশ সুপার

Estimated read time 1 min read

ফেব্রুয়ারী,০৪,২০২৪

আবু হানিফ রানা:


মুন্সীগঞ্জ ট্র্যাফিক বিভাগে কর্তব্যকালীন মৃত্যুবরণকারী কনস্টেবল মজিবুর রহমানের পরিবারের হাতে চেক হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খাঁন

রবিবার পুলিশ সুপারের কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান মহোদয় মুন্সীগঞ্জ জেলার ট্র্যাফিক বিভাগে কর্তব্যকালীন মৃত্যুবরণকারী কনস্টেবল/৪৪২ মো. মজিবুর রহমান এর পরিবারের সদস্যদের হাতে ল্যাম্প গ্রান্ট অর্থের চেক হস্তান্তর করেন।
কনেস্টেবল মজিবুর রহমান ২০১৬ সালে মুন্সীগঞ্জ ট্র্যাফিক বিভাগে কর্মরতকালীন ডিউটিরত অবস্থায় হঠাৎ হ্্রদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।

জীবদ্দশায় তাহার দুই স্ত্রী । যথাক্রমে ১ম স্ত্রী মোছাম্মদ মিনু আক্তার তাহার তিন কন্যা সন্তান ও ২য় স্ত্রী সাবিনা ইয়াসমিনের দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। উল্লেখ্য মৃত মজিবুর রহমানের ২য় স্ত্রীর সন্তান আরিফুর রহমান একক ওয়ারিশ দাবী করে শরিয়তপুর জেলা বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন ।

অত:পর মামলার চ‚ড়ান্ত আদেশে বিজ্ঞ বিচারক মৃত কনেস্টেবলের দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে সমহারে বন্টনের আদেশ প্রদান করেন। উক্ত আদেশের আলোকে অদ্য ৪ই ফেব্রুয়ারী ২০২৪ মুন্সীগঞ্জ পুলিশ কার্যালয়ে মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খাঁন স্ত্রীরদ্বয়ের মাঝে এ প্রাপ্য চেক বিতরন করেন।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author