ফেব্রুয়ারী,০৬,২০২৪
আবু হানিফ রানা:
মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্টিত হয়।
“নিরাপদ পানি ও খাদ্য উপকরণ ব্যবহার করি, রোগ জীবাণুমুক্ত জীবন গড়ি। সঠিকভাবে রান্না করি জীবানুমুক্ত জীবন গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প বাংলাদেশ নিরাপদ খাদ্য মন্ত্রণালয়ের আওতায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আবু জাফর রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাদ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ইয়াসমীন পারভীন এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদস্য (যুগ্ন সচিব) বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ ও প্রকল্প পরিচালক আবু নূর মো: সামসুজ্জামান,মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার, মোহাম্মদ আসলাম খান,সিভিল সার্জনের প্রতিনিধি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডা. মাহমুদা আফরোজ ।
www.bbcsangbad24.com