মুন্সীগঞ্জে বিদেশী মদসহ গ্রেফতার -৩

Estimated read time 1 min read

মার্চ,২১,২০২৪

নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জ জেলার সদর মডেল থানাধীন বাদ্যাবাড়ীর মোড় চরকেওয়ার ইউনিয়ন পরিষদ এলাকায় ১৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি দোকান থেকে ৮ বোতল বিদেশী মদ উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জস্থ র‌্যাব-১১ এর একটি টিম। গ্রেফতারকৃতরা হলো, মুন্সিগঞ্জ সদরের উত্তর চরমোসুরা এলাকার শামছুদ্দীন বেপারির পুত্র মোঃ ওসমান গণী (২২), একই এলাকার আঞ্জিল ঢালির পুত্র মোঃ রিমন (২২) ও মানিকপুর এলাকার জয়নাল আবেদীনের পুত্র মোঃ জান শরিফ (২৯)।

২০ মার্চ রাতে র‌্যাব-১১ এর উপ-পরিচালক ও মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য (বিদেশী মদ) সহ অন্যান্য মাদকদ্রব্যের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে মুন্সিগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন ও সরবরাহ করে। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য এবং মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-১ এর গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রম অব্যহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন আমাদের সাথে......

More From Author