মুসল্লির ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত:

Estimated read time 1 min read

জুন ১২,২০২৪

নিজস্ব প্রতিবেদক

৩৫ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের  এসব কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, “২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। রাজধানীর পশুর হাটগুলোর বর্জ্য ৭২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করা হবে।”

বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে এবার নতুন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়েছেন তিনি। মেয়র বলেন,  এবার আর হাটের বর্জ্য নিয়ে চিন্তা করতে হবে না। প্রতিটি হাটের জন্য আমরা আলাদা আলাদা জনবল ও যান-যন্ত্রপাতি নিশ্চিত করেছি।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author