যুক্তরাজ্যের নগরবিষয়ক মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক

Estimated read time 1 min read

জুলাই ১০,২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

সদ্য সমাপ্ত ব্রিটিশ নির্বাচনে লেবার পার্টি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নগরবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (৯ জুলাই) রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে লেবার পার্টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ এ নিয়ে চতুর্থবারের মতো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছেন।

ব্লুমবার্গের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, ৪১ বছর বয়সী টিউলিপ সিদ্দিক গত ২০২১ সাল থেকে লন্ডনের সিটি অব ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের আর্থিক সেবার জন্য নীতিমালা তৈরিতে নেতৃত্ব দিয়ে আসছেন। তবে, মন্ত্রী হিসেবে তার নিয়োগের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author