রাজধানীর আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ১

Estimated read time 1 min read

মে ৩০,২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডার আবাসিক এলাকায় একটি ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে বাড্ডার ৪ নম্বর ডিআইটি রোডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৩ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ভবনটির নিচ তলায় ঘটনাটি ঘটেছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

তালহা আরও জানালেন, প্রাথমিকভাবে সম্ভাব্য কারণ হিসেবে গ্যাস সিলিন্ডার লিকেজ মনে করা হচ্ছে। তবে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।

বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলেও জানান তিনি।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author