নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৪,২০২৩
আজ ১৪ ডিসেম্বর ২০২৩ ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’। এ দিবস উপলক্ষ্যে সকাল ১০ টায় রাজশাহী কোর্ট শহীদ স্মৃতিস্তম্ভে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মহোদয় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুস্পস্তবক অর্পন করেন।
পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
পুস্পস্তবক অর্পনের সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীনসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
www.bbcsangbad24.com