জুন ১০, ২০২৪
সিলেট প্রতিনিধি
সিলেটে টিলা ধসে একই পরিবারের ৩ জন মাটির নিচে চাপা পড়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদেরকে জীবিত উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
সোমবার সকাল ৬টার দিকে সিসিকের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
তিনি জানান- খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ভারী বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধাপাকা ঘরের ওপরে পড়েছে।
সিসিকের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম জানান, এ বাসায় দুইটি পরিবার থাকতেন। ভূমি ধসে ঘরের নিচে দুই পরিবারের ৬ জন আটকা পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও আমরা এসে এক পরিবারের ৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরেছি।
www.bbcsangbad24.com