গজারিয়ায় অতর্কিত হামলায় আহত ৪ মেয়ে সহ ৬

Estimated read time 1 min read


ফেব্রুয়ারী,২২,২০২৪

মুকবুল হোসেন:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন দড়িকান্দি গ্রামে অসহায় ৫ মেয়ের বাবা মা পরিবারকে প্রতিবেশীর নির্মম একাধিক ভার অত্যাচার জুলুমের ঘটনায় পুত্রশূন্য হরযত আলী তার স্ত্রী ফাতেমা এবং ৪ মেয়েসহ একই পরিবারের ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিগত ১৭ ই ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০ ঘটিকার সময় দড়িকান্দি গ্রামে আহত হরযত আলীর আপন চাচতো ভাই শাহিন, শাহ আলম, উজ্জ্বল সহ ৬ থেকে ৭ জন এই ঘটনা ঘটিয়েছে। আহত হযরত আলী ও তার স্ত্রী ফাতেমা গণমাধ্যম কে জানান গত ১৭ ই ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকার সময় নিজেদের পৈত্রিক জায়গায় পূর্ব থেকেই ব্যবহারকৃত টয়লেট ব্যবহারে নিষেধ করে প্রতিবেশী আলী আহমেদের ছেলে শাহিন ,শাহ আলম ও উজ্জ্বল গং। একপর্যায়ে আমার মেয়ে শারমিন এগিয়ে আসে ।বিবাদী অত্যাচারী চক্র আলি আহম্মদ সহ ৭ থেকে ৮ জন অতর্কিত হামলা চালায় আমাদের উপর। পত্রহীন হযরত আলি ও ৫ মেয়ের মা ফাতেম জানান আমাদের পৈত্রিক ব্যবহারকৃত জায়গা অত্যাচারী চক্র শাহিন, শাহ আলম ও উজ্জ্বল গং এর নিকট বিক্রি না করায় নির্মম নিষ্ঠুরভাবে আমাদের টয়লেট তালা দিয়ে রেখেছে । প্রতিবাদ করায় আমাদেরকে মারধর করে ৪ মেয়েসহ আমাদের ৬ জনকে আহত করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩ দিন চিকিৎসা নেয়ার পর, বাড়িতে ফিরি একইদিন বিকাল ৫ টায় আবারও ঘরে এসে মারধুর সহ ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় শাহীন, উজ্জ্বল ,শাহ আলম অত্যাচারী চক্র। হযরত আলীর মেয়ে জুবাইদা ও সুরাইয়া জানান চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার দিন বিকালে শাহিন ,শাহ আলম ,উজ্জ্বল গং আমার ছোট বোন শান্তাকে ঘরে এসে মারপিট করেছে। বাবা-মাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। থানায় অভিযোগ উঠিয়ে ফেলতে ।গ্রামবাসী প্রতিবেশী সকলেই বিষয়টি প্রত্যক্ষ করেছেন। আহত হরযত আলী আরও জানান থানায় অভিযোগের পর থানা পুলিশ একাধিকবার ঘটনাস্থলে আসলেও আসামি কাউকে আটক করার চেষ্টা করে নাই। পুলিশের অবহেলা মনে করে ভিডিও ফুটেজ নিয়ে কোর্টে মামলা করা হয়েছে। গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রাজীব খান জানান ঘটনার পর থানা পুলিশ একাধিকবার আসামিদের বাড়িতে হানা দিয়েছে। গজারিয়া তদন্ত ইনচার্জ অফিসার কে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author