মাহে রমজানে প্রাথমিক বিদ্যালয়ের নতুন সময়সূচি

Estimated read time 1 min read

মার্চ,০৬,২০২৪

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র মাহে রমজান মাসের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। নতুন সময়সূচি অনুসারে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্কুলে কার্যক্রম চলবে। ১০ রমজান পর্যন্ত এই নিয়মে প্রাথমিকে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে।

বুধবার (৬ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি এবং অপারেশন) মনীষ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা এক পরিপত্রে একটি রুটিন প্রকাশ করা হয়েছে।

পরিপত্রে জানানো হয়, নতুন সময়সূচিতে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে।

এদিকে, পবিত্র রমজান মাস কেন্দ্র করে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। আর জোহরের নামাজের জন্য দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author