মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Estimated read time 1 min read

মার্চ,২৬,২০২৪

আবু হানিফ রানা:


২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরে স্থাপিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে প্রথমে মাননীয় সংসদ সদস্য মুন্সীগঞ্জ ৩ আসন হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব,জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপন বিপিএএ. পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন। মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন মোহাম্মদ আসলাম খান পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ।

পি বি আই মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম পিপিএম,বিশিষ পুলিশ সুপার সি.আই.ডি মুন্সীগঞ্জ মোহাম্মদ মনিরুল ইসলাম,নির্বাহী প্রকৌশলী এ জি ই ডি মোঃ মোমেন সরকার,সিভিল সার্জন ডাঃ মোঃ মনজুর আলম,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড,জেলা আওয়ামলীগ,সুভাষ চন্দ্র হীরা, অধ্যক্ষ সরকারী হরগঙ্গা কলেজ ,প্রফেসর মোঃ আব্দুল হামিদ অধ্যক্ষ, সরকারী মহিলা কলেজ, মোহ্ম্মদ বজলুর রশিদ,সুপার মুন্সীগঞ্জ জেলা কারাগার, আফিফা খানম মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, ,যুগ্ম -পরিচালক,এনএসআই,মুন্সীগঞ্জ, সোহেল রানা রানু ভারপ্রাপ্ত মেয়র মুন্সীগঞ্জ পৌরসভা,যুবলীগ,ছাত্রলীগ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বাহিনী ও সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদদের স্বরণে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয়।


পরে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন,এরপর দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন তারা। পরে শান্তির দ্রুত পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা দিবসের আনুষ্টানিকতা শুরু হয়। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। কুচআওয়াজে অংশ নেয় মুন্সীগঞ্জ জেলা পুলিশ,জেলা আনসার কমান্ড,জেলা কারাগার,প্রেসিডেন্ট ইয়াজ উদ্দিন রেসিডেন্সিয়াল মেমোরিয়াল এন্ড কলেজ,সরকারী হরগঙ্গা কলেজ,সরকারী মহিলা কলেজ,জেলা স্কাউট দল,মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়,মুন্সীগঞ্জ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে ডিসপ্লে,পুষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্টানের ১ম পর্ব শেষ করা হয়।


বেলা সাড়ে ১১ টার সময় মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমীর অডিটরিয়াম মঞ্চে “ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর,ঢাকা দক্ষিন বিএল এফ কমান্ডার যুদ্ধকালীন সময়, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।


আলোচকবৃন্দঃ

মুন্সীগঞ্জ ৩ আসনের মাননীয় সাংসদ,হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এমপি, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খাঁন পিপিএম,মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডাঃ মনজুরুল আলম,মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনিচ উজ্জামান,সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুভাস চন্দ্র হীরা, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হামিদ মোল্লা ।

আলোচনাসভা শেষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় ।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author